গাজীপুর

গ্রা‌মকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়

গাজীপুর, ০৪ ফেব্রুয়ারি – বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কিছু নেতা লোভ-লালসা বিত্ত-বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে। এসময় রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহবান জানান তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপু‌রে গাজীপুরের কাপাসিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

বিগত সরকার অনেক উন্নয়ন করলেও মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি দাবি করে ড. আব্দুল মঈন খান ব‌লে‌ন, দে‌শের সাম‌গ্রিক উন্নয়ন কর‌তে হ‌লে সবার আগে গ্রা‌মের উন্নয়‌নে পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না।

বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল। আমি পরিকল্পনামন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে বলে জানান তিনি।

একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে বলে মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির এ সদস্য।

এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি। শীতে আপনাদের কাজে লাগবে।

পরে তি‌নি সুবিধাবঞ্চিত স্থানীয়‌দের হা‌তে শীতবস্ত্র তু‌লে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য