জাতীয়

৩ জেলায় রেল স্টেশনের নাম পরিবর্তন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ রেলওয়ের দুই অঞ্চলের তিনটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। ফলে স্টেশনগুলো আগের নামে ফিরেছে।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীরেন সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়। পত্রটি রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন অনুমোদিত হয়েছে।

পূর্বাঞ্চলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে জগনাথগঞ্জ বাজার স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে- জেইউজেবি।

রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, এসএসসি পাসেই আবেদন

ময়মনসিংহ সদর উপজেলার উমেদনগর স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুতিয়াখালী স্টেশন। স্টেশনটির বর্তমান কোড হবে- এসইউওয়াই।

এ ছাড়া পশ্চিমাঞ্চলের পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম পরিবর্তন করে পঞ্চগড় স্টেশন রাখা হয়েছে। স্টেশনটি পরিবর্তিত বর্তমান কোড- পিসিজিএইচ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য