নেত্রকোনা

ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোণা, ১৯ ফেব্রুয়ারি – নেত্রকোণার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছি, যান্ত্রিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জারিয়াগামী আরেকটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। প্রশাসনের সিদ্ধান্তক্রমে ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হবে এবং অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য