লক্ষীপুর

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর, ২৫ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরে দলের ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে সদস্য পদসহ বিএনপির সব পদ-পদবি থেকে অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন বাবরকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনিপর সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবর লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি।

বিএনপি নেতা সাহাবুদ্দিন সাবুর স্বাক্ষরিত অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি বাবরের বিভিন্ন কর্মকাণ্ড দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়। এজন্য ওয়ার্ড বিএনপির সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন বাবর বলেন, সাবু ভাইয়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। এখন একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কিছু সমস্যা রয়েছে। এজন্যই হয়তো আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় কর্মীরা জানান, ৫ আগস্টের পর আহত এক ছাত্রের পক্ষে আদালতে মামলা দায়ের করে সে মামলায় দলীয় কয়েকজন নিরীহ লোককে জড়িয়ে বাণিজ্য ও হয়রানি করার মতো অপকর্মে লিপ্ত হয়েছেন অ্যাডভোকেট বাবর। এ ছাড়া সম্প্রতি শেষ হওয়া লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাবরের ওপর অসন্তুষ্ট হয়েছে জেলা বিএনপি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য