রাজবাড়ীতে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৬
রাজবাড়ী, ২৬ ফেব্রুয়ারি – রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে ফরিদ শেখ নামে মাদক মামলার এক আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মহিলাসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ফরিদ শেখ একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন এ তথ্য নিশ্চিত করে জানান, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে।
হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)। তবে ফরিদ শেখকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ফরিদকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।
এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদ শেখকে মাদকসহ গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫