সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

সিরাজগঞ্জ, ০১ মার্চ – নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদকে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকার পেট্রোবাংলার সামনে থেকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, রাতে সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলা রয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হবে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতা ঢাকায় গ্রেফতার হয়েছে। তিনি জেলা যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য