রাজশাহী
রামেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
রাজশাহী, ০২ মার্চ – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।
রোববার (২ মার্চ) বেলা পৌনে ১১টায় রামেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত হাজতির নাম মো. বাচ্চু (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার হাক ঝিকরা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ বাচ্চুকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দিয়েছিলেন। সেই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ মার্চ ২০২৫