যশোর

১৫৫ বস্তা সরকারি চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোর, ০৫ মার্চ – যশোরের শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ স্থগিত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৫ মার্চ) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় এ তথ্য।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, জেলা কমিটির চিঠি পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার প্রাথমিক সদস্য পদসহ যাবতীয় দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযোগে জানা যায়, শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বুধবার সকালে বাগআঁচড়া খাদ্য গুদাম থেকে লোড করে কয়েকটি ট্রলিতে করে পাঠানো হচ্ছিল ডিলার শাহাজাহান কবিরের দোকানে।

পথিমধ্যে বাগআঁচড়া বকুলতলা পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন।

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে গেলে ইবাদুল ইসলাম কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই চাল আটকিয়ে রেখেছেন।

বিষয়টি প্রশাসনের উচ্চমহল ও দলীয় নেতাদের কাছে খবর যাওয়ার পর দুপুরের দিকে চালের ট্রলি ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে রহুল কুদ্দুসের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ মার্চ ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য