উত্তর আমেরিকা

কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হওয়া উচিত

ওয়াশিংটন, ০৬ মার্চ – ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোনে ঠাট্টা করে ‘গভর্নর’ বলে সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, ট্রুডো শুল্ক যুদ্ধের নাটকে লিপ্ত হয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।

ট্রাম্প বলেন, জাস্টিন ট্রুডো আমাকে কল করে শুল্ক বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, কানাডা ও মেক্সিকোর সীমান্ত দিয়ে ফেনটেনাইল প্রবাহিত হচ্ছে, যার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। তিনি বললেন, পরিস্থিতি একটু ভালো হয়েছে। কিন্তু আমি বললাম, এটা যথেষ্ট নয়।

ট্রাম্প আরও বলেন, ট্রুডো কানাডার নির্বাচনের তারিখও স্পষ্ট বলতে পারেননি, যা আমাকে সন্দেহ জাগিয়েছে। তিনি এই সমস্যাকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছেন।

কানাডার সীমান্ত নীতিকে ‘দুর্বল’ বলে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, এই নীতির কারণে ড্রাগস ও অবৈধ অভিবাসীরা আমেরিকার মধ্যে প্রবেশ করছে। তিনি আরও বলেন, আমার মতে কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হওয়া উচিত, যাতে তারা শুল্ক থেকে মুক্ত থাকতো এবং কম ট্যাক্স পড়তো।

এদিকে, ট্রুডো সম্প্রতি জানিয়েছেন, তিনি প্রধাণমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন। আগামী মাসে নতুন সাধারণ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের দাবি, ট্রুডো শুল্ক যুদ্ধের ইস্যুকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।

এদিকে দুই দেশই পারস্পরিক ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য