ক্রিকেট

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চান ক্রিকেটার শরিফুল ইসলাম

ঢাকা, ০৯ মার্চ – ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম। শনিবার (৮ মার্চ) রাত ১০টায় শরিফুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে শরিফুল ইসলাম বলেন, ‘আসসালামু আলাইকুম, আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে কমেন্ট ও শেয়ার করছেন। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

মো. আল মাহফুজ নামে একজন তার ফেসবুক পোস্টে মন্তব্য করেন, ‘ধন্যবাদ, তরুণ ক্রিকেটাররা অন্তত আয়না না দেখে বাস্তবতা দেখছে ভালো লাগল।’

মো. ফিরোজ ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয় ভাই, সবার প্রথম আপনি এ রকম একটা পোস্ট দেন। আমরা খুবই আনন্দিত সত্যিই এ সমাজে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ঠিক করতে হবে। না হলে সমাজ কলঙ্কিত হবে সঙ্গে আমরাও কলঙ্কিত হব।’

সূত্র: কালবেলা
আইএ/ ০৯ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য