চাঁদপুর

চাঁদপুরে বাড়ির ছাদ থেকে গলা কাটা মরদেহ উদ্ধার

চাঁদপুর, ১৭ মার্চ – চাঁদপুর শাহরাস্তি উপজেলার পূর্ব চিতোষী মনিপুর গ্রামে আলমগীর নামে (৩৫) এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসায় ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে পরে আমরা সেখানে গিয়ে এ দৃশ্য দেখতে পাই।

খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসায় গেট বন্ধ ছিল, ছাদে উঠার বিকল্প কোনো পথ নেই, তবে গাছ দিয়ে ছাদে উঠা যায় বলে ধারণা করছেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য