ঢাকা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা, ২২ মার্চ – রাজধানীর শাহবাগ থানার সরকারি কর্মচারী হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলটির সনাক্তের চেষ্টা চলছে। প্রযুক্তির সাহায্যে নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য