বলিউড

শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

মুম্বাই, ২৬ মার্চ – শুটিং সেটে মাঝে-মধ্যেই তারকারা আহত হয়ে থাকেন। এবার এ খাতায় নাম লেখালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুটিং চলাকালীন সময়ে অভিনেতা আঙুলে চোট পেয়েছেন। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। সেট থেকেই বরুণকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চোট লাগার পরেও শুটিং করে চলেছেন বরুণ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বরফে আঙুল রাখছেন। ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, ‘আঙুলটা সারতে ঠিক কতটা সময় লাগতে পারে কেউ বলতে পারেন?’

শুটিং করার সময় বার বার বরুণের আহত হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা। বরুণের হাতে এই মুহূর্তে ‘বর্ডার ২’ এবং ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-র মতো কিছু সিনেমাও রয়েছে। এ ছাড়াও অভিনেতার ঝুলিতে ‘সানি সংস্কৃতি কী তুলসি কুমারী’ও রয়েছে।

বরুণ ছাড়াও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, রোহিত সরফ, সানিয়া মলহোত্রা। বরুণের শেষ অভিনীত সিনেমা ‘বেবি জন’ বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে না পারলেও, অভিনেতা তাঁর পরবর্তী প্রতিটি প্রোজেক্টের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করতে মরিয়া বলে জানিয়েছেন।

আইএ/ ২৬ মার্চ ২০২৫


Back to top button