চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা তানিম গ্রেফতার

চট্টগ্রাম, ২৮ মার্চ – চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ইরফান হাসান মান্নান ওরফে তানিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ী এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানিম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নানের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগের দক্ষিণ জেলা সহ-সভাপতি তানিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার তানিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায়। তিনি পরিবারের সঙ্গে নগরীর ফিরিঙ্গি বাজার ভান্ডারী মাজার এলাকায় থাকেন।

গ্রেফতার তানিমকে শুক্রবার (২৮ মার্চ) আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য