ফুটবল

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

ঢাকা, ২৮ মার্চ – আগেই জানা গিয়েছিল ভুটানের লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। এবারে সেই তালিকায় যোগ হচ্ছে আরও চার ফুটবলারের নাম। টুর্নামেন্টটিতে পারো এফসির হয়ে মাঠে নামবেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ‍ও সুমাইয়া।

শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করা নিলয় বিশ্বাস ও সাবিনা খাতুন।

ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি নিয়ে নিলয় বলেন, ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।

এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।

গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।

এর বাইরে ট্রান্সপোর্ট উইনাইটেডে জুনিয়র ফুটবলার সাগরিকারও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাসুরা পারভীন। তিনি বলেন, আমাদেরও ৬ এপ্রিল যাওয়ার কথা রয়েছে। আমাদের ক্লাবে সাগরিকার খেলা নিয়ে আলোচনা চলছে।

এশিয়া কাপ বাছাইয়ের জন্য বাফুফে ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে। সেই ক্যাম্পে ডাক পেয়েছিলেন ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করা সাবিনারাও। তারা ৬ এপ্রিল ভুটানে রওনা হওয়ায় এখন আর ক্যাম্পে আসতে হচ্ছে না। এটা বাফুফের জন্যও খানিকটা স্বস্তির।

কারণ ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে অনাগ্রহী ৬/৭ জন দেশের বাইরে থাকলে কোচ ও ফেডারেশনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়কই হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ মার্চ ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য