বাগেরহাটে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে
বাগেরহাট, ৩০ মার্চ – বাগেরহাটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে। এই মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সোয়া ৮টায় এবং সর্বশেষ জামাত ৯টায়।
ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন খানজাহান আলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন সুন্দরঘোনা জামে সমজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহ। বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই তথ্য পাওয়া গেছে।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও ঈদের প্রধান জামাত ঐতিহাসিক মসজিদে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দৃষ্টিনন্দন গেটসহ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর বাগেরহাটসহ এর আশপাশ জেলা থেকে এই মসজিদে ঈদের নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা।
বাগেরহাটে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, প্রতিবারের মতো এবারও বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরিষ্কার পরিছন্নতার কাজ প্রায় শেষের দিকে। ঈদে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ মার্চ ২০২৫