দক্ষিণ এশিয়া

সম্প্রীতির নজির, ঈদের দিন নামাজিদের উপর পুষ্পবর্ষণ হিন্দুদের

নয়াদিল্লি, ৩১ মার্চ – ভারতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছিটিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও আজ সোমবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন দেশটীর রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে হিন্দু–মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজ পড়তে দিল্লি রোডের ঈদগাহে সমবেত হওয়া হাজার হাজার মুসলিমদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। এতে দেখা গেছে, কাঁধে গেরুয়া কুর্তা পরিহিত ব্যক্তিরা মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন।

এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন।

গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়। এই অসাধারণ দৃশ্য হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে।

সম্প্রতি সড়কে নামাজ পড়া নিয়ে ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। জয়পুরে মুসলিমদের ওপর হিন্দুদের ফুল ছিটানোর ঘটনা পরিস্থিতিকে অনেকটাই স্বাভাবিক করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য