জাতীয়

রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ৩১ মার্চ – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ঈদুল ফিতরে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেছেন।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও আইজিপি বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ শেষে বেলা ১১টার দিকে পরিদর্শনে যান তাঁরা।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি ও ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ মার্চ ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য