‘মান্নাত’ ছাড়ার পর মুম্বাইয়ের ফ্ল্যাটও বিক্রি করে দিলেন গৌরী
মুম্বাই, ০২ এপ্রিল – কিছুদিনের মধ্যেই শাহরুখ-গৌরীর বাসভবন ‘মান্নাত’ সংস্কার করা হবে। বাড়ির কাজ শুরু হয়ে যাবে বলে এরই মধ্যে বান্দ্রার পালি হিল এলাকায় একটি ফ্ল্যাট লিজ নিয়েছেন এ অভিনেতা। এর মধ্যেই আবার শোনা গেছে, গৌরী খান বিক্রি করেছেন দাদর অঞ্চলের একটি বিলাসবহুল ফ্ল্যাট। অনেকের মনে এ নিয়ে প্রশ্ন জেগেছে হঠাৎ গৌরী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ঘরছাড়া হয়েছে পুরো খান পরিবার। মুম্বাইয়ের বুকে ‘মান্নাত’ যখন নিজের করে নিয়েছিলেন শাহরুখ, তখন ছেলে-মেয়ে অনেক ছোট। দীর্ঘদিনের পুরোনো এই বাড়িটি সংস্কার হবে বলে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় অ্যাপার্টমেন্টের চারতলা লিজ নিয়েছেন অভিনেতা। এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, মুম্বাইয়ের দাদর এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন গৌরী।
একটি সূত্র বলছে, ফ্ল্যাটটি বিক্রি করে বিশাল অঙ্কের অর্থ লাভ করেছেন গৌরী। ২০২২ সালের আগস্ট মাসে ৮ কোটি ৫০ লাখ টাকার বিনিময়ে এ ফ্ল্যাট কিনেছিলেন গৌরী। ২০০০ বর্গফুটের এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে দুটি গাড়ি রাখার জায়গা। ফ্ল্যাটটি ১১ কোটি ৬১ লাখ রুপিতে বিক্রি করলেন শাহরুখ পত্নী।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, মার্চ মাসেই দুই পক্ষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৩৭ শতাংশ লাভ করেছেন গৌরী। মাত্র আড়াই বছরে এ ফ্ল্যাট বিক্রি করে ৩ কোটি ১০ লাখ রুপি লাভ করেছেন। তবে এই ফ্ল্যাট বিক্রি করার পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি।
এইচটির এক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এ ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ। এই অ্যাপার্টমেন্টে শুধু খান পরিবার থাকবেন তা নয়, থাকবেন নিরাপত্তা কর্মী এবং পরিচারকরাও। অফিসিয়াল কাজকর্ম সেখান থেকেই দেখবেন গৌরী এবং শাহরুখ। এ ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লাখ টাকা ভাড়া দিতে হবে অভিনেতাকে।
শাহরুখের ২০২৪ সালে কোনো সিনেমা রিলিজ হয়নি। বাদশার শেষ সিনেমা রিলিজ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। রাজকুমার ইরানির ‘ডাঙ্কি’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন কিং খান।
এখন ‘রাজা’ নামক একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ, যেখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানাকেও। সিনেমাটি ২০২৬ মুক্তির কথা রয়েছে।
এনএন/ ০২ এপ্রিল ২০২৫