ঢালিউড

শাকিব খানের সঙ্গে কাজ করার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নিশো

ঢাকা, ০৩ এপ্রিল – দুবছর আগে নিজের প্রথম ছবির প্রচারণায় শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছিলেন আফরান নিশো। সম্প্রতি তখনকার ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেতা। কৌশলে একপ্রকার দুঃখ প্রকাশও করেছেন তিনি। শাকিব খানের সঙ্গে কাজ করার গুঞ্জন নিয়েও মুখ খুললেন নিশো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার ঘটনা নিয়ে কথা বলেছেন আফরান নিশো। এই অভিনেতা বলেন, ‘সে সময় যেটা ঘটেছিল, এটা একটা ভুল-বোঝাবুঝি। সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ, ওসব নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না। এটা কোনো ক্ল্যারিফিকেশন দিচ্ছি না, আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই, এইটা ভুল বোঝাবুঝি। কোনো একজন মানুষকে কেন্দ্র করে কটূক্তি করা কখনই ইনটেনশন ছিল না। সেটা এখনও নেই, সামনেও থাকবে না। অনেক সময় প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কিছুই কথায় চলে আসে। সেই কথার রেশ ধরে কেউ হয়তো চাইলো যে ঝগড়া বাড়িয়ে দিই। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। কখনও আমি দেখাইও না।’

শাকিব খানের নাম আসতেই আফরান নিশো বলেন, ‘যাকে নিয়ে কথা হচ্ছে, সে আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাকে আমি যথেষ্ট সম্মান করি। আমার যখন “সুড়ঙ্গ” রিলিজ হয়, তখনো তার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি। একজন মানুষ, যার এত দীর্ঘ ক্যারিয়ার, এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করেন।’

নিশো আরও বলেন, ‘তিনি সম্মান ছাড়া আর কিছুই চান না। আমার তরফ থেকে তিনি সম্মানের তুঙ্গেই থাকবেন সবসময়। তার পরও যদি এই বিষয়টা তিনি (শাকিব খান) মনে নিয়ে থাকেন, তাহলে বলব, আপনি এটা একদমই মনে রাখবেন না।’

দুজনকে কি কখনও একই সিনেমায় পাওয়া যাবে? এমন প্রশ্নে নিশো বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো প্রস্তাব আসেনি। এ রকম কোনো প্রস্তাব এলে আমি বরং খুশিই হবো।’

এনএন


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য