ফুটবল

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল

ঢাকা, ০৪ এপ্রিল – কোচের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে আগামীকাল নারী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বাফুফে সভাপতির। সেখানে থাকার কথা ছিল সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের। কিন্তু তার আগেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিটে) রাখা হয়েছে তাকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্যারের বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। এবং তিনি সিসিইউতে আছেন। তার জন্য সবাই প্রার্থনা করবেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ এপ্রিল ২০২৫

 


Back to top button