রঙিন ছবি না দিলে পদোন্নতি হবে না
ঢাকা, ০৬ এপ্রিল – সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে নতুন রঙিন ছবি সংযোজনের অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রঙিন ছবি না দিলে ওই কর্মকর্তারা পরবর্তীতে পদোন্নতি পাবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
রোববার (৬ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে (জিইএমএস) পিডিএস-এর সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার অনুরোধ করা হলো।
যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ এপ্রিল ২০২৫