জাতীয়

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

ঢাকা, ০৭ এপ্রিল- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক এম‌পি কাজী কেরামত আলীর জা‌মিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে হামলার মামলায় সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ী জু‌ডি‌সিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তাম‌জিদ আহমেদ এ নির্দেশ দেন।

জানা‌ যায়, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী রা‌জিব মোল্লার করা মামলার ২ নম্বর আসামি ছিলেন কাজী কেরামত আলী‌। রোববার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরে সকালে তাকে রাজবাড়ী সদর থানায় আনা হয়। দুপুর পৌনে ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। এসময় অনেকে ভুয়া ভুয়া ও চোর বলে স্লোগান দেন।

আসামি পক্ষের আইনজী‌বীরা আদালতে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর থানায় দায়ের করা এই মামলায় কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জন‌কে আসামি করা হয়েছে।

জেলার সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজিব মোল্লা গত ৩০ আগস্ট বাদী হয়ে এ মামলা করেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন কাজী কেরামত আলী।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ এপ্রিল ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য