যাদের নাম হয়, তাদের বদনামও হয়
ঢাকা, ০৭ এপ্রিল – মাঠের বাইরের নানা ঘটনায় বরাবরই খবরের শিরোনাম হতেন নাসির হোসেন। কখনও বিশৃঙ্খল জীবন যাপনের জন্য, কখনও পারফরম্যান্স দিয়ে। সর্বশেষ খবরের শিরোনাম হয়েছিলেন দুর্নীতির তথ্য গোপনের দায়ে। দেড় বছরের নিষেধাজ্ঞা শেষে সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছেন। এদিন রূপগঞ্জ টাইগার্সের জার্সিতে খেলতে নেমে লম্বা বিরতির ইতি টেনেছেন তিনি। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করে দলের জয়ে কিছুটা অবদানও রেখেছেন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে নিয়ে নাসির বলেছেন, ‘যাদের নাম থাকবে, তাদের বদনামও থাকবে।’
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। সেই তথ্য-ই গোপন করেন তিনি। তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে অবশ্য সেই অপরাধ নাসির শিকার করে নেন। নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে গেছে। মাঠে ফেরার পর গণমাধ্যমকে নাসির জানালেন নিজের অনুভূতির কথা, ‘অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেক দিন পর ক্রিকেট খেলে।’
লম্বা সময় বাইরে থাকলেও ভালো সময় কাটিয়েছেন বলে জানালেন নাসির, ‘দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ্। খেলা মিস করেছি ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম।’
নাসিরের প্রত্যাবর্তন ম্যাচকে ঘিরে মিরপুরে অনেকটাই উৎসবের আমেজ ছিল। রূপগঞ্জের হয়ে খেলতে নামা নাসির নিজের প্রত্যাবর্তন কতটা স্মরণীয় করে রাখতে পারেন, সেই অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। ম্যাচটি খেলার পর নাসির জানালেন, ‘অভিষেক ম্যাচের মতো মনে হয়নি। তবে অনেক কিছু নতুন নতুন লাগছিল। খেলার আগে যে প্রস্তুতি ছিল, প্রায় দেড় বছর পর আবার সেই প্রস্তুতি নিলাম। লাগেজ গোছানো, ব্যাগ গোছানো- অবশ্যই একটু নতুন লাগছিল। ভালোই লাগছিল যে এত দিন পর খেলবো। যদি ভালো পারফর্ম করতে পারতাম, আরেকটু ভালো লাগত।’
গতকাল (রবিবার) নিষেধাজ্ঞা কেটেছে নাসিরের। পর দিনেই সুযোগ পেয়েছেন ম্যাচ খেলার। নিজেকে নিশ্চয়ই সৌভাগ্যবান মনে করছেন? নাসির অবশ্য জানালেন নিজেকে দুর্ভাগা মনে করেন তিনি, ‘আমি অনেক আনলাকি! আমার কাছে মনে হয় (হাসি)। কী বলব এটা… (নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই) ম্যাচ ছিল বিধায় খেলতে পেরেছি। আরও অনেক দলের প্রস্তাব ছিল। তবে আমার মনে হয়েছে, এই দলে খেললে আমার জন্য ভালো হবে।’
কেন নিজেকে দুর্ভাগা ভাবছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে… দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলবো যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে, আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি। যদি একটা মিস হতো, তাহলে ঠিক ছিল।’
আবাহনীসহ বেশ কয়েকটি দল থেকেই প্রস্তাব পেয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বেছে নিয়েছেন রূপগঞ্জ টাইগার্সকে। কি কারণে রূপগঞ্জকে বেছে নেওয়া- এর উত্তরে নাসির বলেছেন, ‘প্রস্তাব ছিল অনেক দলের। তবে আমার কাছে যেটা ম্যাটার করে, প্রায়োরিটি আর কীভাবে আমার সঙ্গে আচরণ করছেন। যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল… আমি কোনও দলের অপশন হয়ে থাকতে চাই না যে এই খেলোয়াড় গেলে আমি খেলবো বা এই খেলোয়াড় থাকলে আমি খেলবো না। এই ধরনের অপশন হয়ে কখনও থাকতে চাই না। হ্যাঁ, প্রস্তাব ছিল। তারা শুধু প্রস্তাবই দিয়েছে, আর কোনও কিছু দেয়নি (হাসি)।’
মাঠের বাইরে এবং মাঠের ভেতরে অনেক কিছুই নাসিরকে ম্যানেজ করতে হয়েছে। এই মুহূর্তে সব বিতর্ক ছাপিয়ে সুখের সংসারে হাবুডবু খাচ্ছেন এই অলরাউন্ডার। সোমবার নতুন করে ক্রিকেটে প্রত্যবর্তনের দিনে নাসিরের উপলব্দি জানতে চাওয়া হয়েছিল। নাসির যেন ক্ষুব্ধ হয়ে উঠলেন, ‘আলহামদুলিল্লাহ্। আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি। যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক। আর এখন তো আমরা অনলাইন মিডিয়ায় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা-তা করে নিউজ করি। এটা সত্যি কথা। আমার মনে হয়, এরকম না করাই ভালো। কারণ আপনাদের একটা নিউজ আর কিছু লাইকের জন্য একটা পরিবারে সমস্যা হতে পারে। এটা আপনারাও ভালো জানেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে হয়, তখন বুঝতে পারবেন।’
নাসিরের দাবি কখনোই তিনি উচ্ছৃঙ্খল ছিলেন না, ‘কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ্ যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে কোনও অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিন ছিলাম না। খেলাধুলায় ফাঁকি মেরেছি- তাও নয়। আর আমার জীবন আমি কীভাবে লিড করবো সেটা আমার ব্যাপার। আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। যদি মাঠের ক্রিকেটে কোনও কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’
এরপর নাসিরকে পাল্টা প্রশ্ন করা হয়, আপনি তো তারকা আপনাকে মানুষ ফলো করে- প্রশ্ন শেষ না হতেই নাসিরের উত্তর, ‘এগুলো হচ্ছে ভুয়া কথা। তারকা-মারকা বলতে কিছু নেই। না খেয়ে থাকলে কেউ আপনারা এসে বলবেন না, ভাই খান। এগুলো তাই কোনও কিছু নয়। আমি যেমন আছি, ভালো আছি। আমি আপনাদের মতোই মানুষ। তো আমারও জীবন আছে, পরিবার আছে।’
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৭ এপিল ২০২৫