ঢাকা

সাভার পৌরসভায় দুদকের অভিযান, মিলেছে অনিয়ম ও দুনীর্তির প্রমাণ

ঢাকা, ০৭ এপ্রিল – সাভার পৌরসভায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় দুদক।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার রেডিও কলোনি ও রাজাসন এলাকায় দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি রাস্তা ও একটি ড্রেনের কাজ পরিদর্শন শেষে বিভিন্ন অনিয়ম দেখতে পায়।

দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ বলেন, সাভারের বিভিন্ন এলাকায় সাভার পৌরসভার বরাদ্দকৃত প্রকল্পে এক কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের টেন্ডার হয়। শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায় এবং রাস্তা ও ড্রেন নির্মাণকাজ করছে। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের ব্যবহারের বদলে সিঙ্গেল রড দিয়ে কাজ করছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। রাস্তা ও ড্রেনের নির্মাণকাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর কাদের শিকদার ও সাভার পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের সহকারী পরিচালক।

অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য