ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত
ঝিনাইদহ, ০৭ এপ্রিল – ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, রিপা খাতুন (২৬) ও সোয়াদ (৬)। রিপা খাতুন উপজেলার গাবলা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে চাঁদপুর গ্রামে পৌঁছলে বিপরীত দিকে থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকটি। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে রিপা খাতুন ও সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ এপ্রিল ২০২৫