বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপে পরিণত হওয়ার আভাস
ঢাকা, ০৮ এপিল – সারাদেশে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে ক্রমাগত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ৮ জেলায় তাপপ্রবাহ বইছে। ভারী বৃষ্টিপাত না হলে এ তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই।
এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে তাপমাত্রা কমে গরমও কমতে পারে।
সোমবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, সাগরে অবস্থানরত লঘুচাপ আগামী ২/৩ দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপপ্রবাহ কিছু জেলা থেকে দূর হতে পারে।
এদিকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ময়য়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফেনীতে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ এপিল ২০২৫