নেত্রকোণায় আলোচিত আনোয়ার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
নেত্রকোণা, ০৮ এপ্রিল – নেত্রকোনায় আনোয়ারুল ইসলাম আনোয়ারকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রাজা মিয়া। আর খালাসপ্রাপ্তরা হলেন ইছব মিয়া, মো. ফয়েজ উদ্দিন ও মো. শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জের বানিয়াজুড়া গ্রামে আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ারকে ২০০৯ সালের ১৯ জুন বিকেলে একই গ্রামের মো. রাজা মিয়া ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনোয়ারুলের।
এ ঘটনায় নিহতের বাবা ফজলুল করিম মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে আসামি করা হয় রাজা মিয়া, তার ভাই ইছব মিয়া, মো. ফয়েজ উদ্দিন ও মো. শফিকুল ইসলামকে।
পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার রাজা মিয়াকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ এপ্রিল ২০২৫