স্ত্রীসহ সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা, ০৮ এপ্রিল – ৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মামলার এজাহার থেকে জানা গেছে, নূরুল মজিদের ৭ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ভোগ দখল এবং ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১০২ কোটি টাকার বেশি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে কমিশন।
অন্যদিকে স্বামীর প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলায় হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৮ এপ্রিল ২০২৫