জাতীয়

ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

ঢাকা, ০৮ এপ্রিল – ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট-ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

নিজের পেজে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘দেশে চারদিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এ সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক, উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি আরও লেখেন, ‘এর অন্যতম লক্ষ্য, আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা। তাদের দেখানো যে, বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়। তারা চক্রান্তকারী ও অপরাধী। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আমরা এ ধরনের লুটপাট ও অপরাধকর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এ ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন।’

গতকাল (৭ এপ্রিল) বগুড়া, খুলনা, কক্সবাজার ও সিলেটে বিভিন্ন কোম্পানির শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত চার মামলায় ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সম্পৃক্ত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলন হচ্ছে। এতে ৫০ দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য