শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ঢাকা, ০৯ এপ্রিল – এইচএসসি ও সমমান পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য সাতদিনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাদ পড়ার শিক্ষার্থীরা এইচএসসি ফরম পূরণের সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে তাদের ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ফরম পূরণ চলে ১৭ মার্চ পর্যন্ত।

চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় সাত দিন বাড়ানোর আভাস দিয়েছিলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারণে ফরম পূরণ করতে পারেনি এমন অনেকেই বোর্ডে এসে সময় বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ফরম পূরণের সময় সাতদিন বাড়ানো হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এরইমধ্যে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য