বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করছে মেটা

মেটা এবার ইনস্টাগ্রামের আদলে ফেইসবুক ও মেসেঞ্জারেও ‘টিন অ্যাকাউন্ট’ চালু করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি জানিয়েছে, এই নতুন পরিবর্তনের মাধ্যমে টিন বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ হিসেবে রূপান্তরিত হবে, এবং তাদের ওপর থাকবে মা-বাবার পূর্ণ নিয়ন্ত্রণ। এর ফলে, সন্তানের সঙ্গে কারা যোগাযোগ করবে বা টেক্সট পাঠাবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা।

গত বছর প্রথমবারের মতো ইনস্টাগ্রামে এই ফিচার চালু করা হয়েছিল, যেখানে ১৩ থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি ৪০ লাখ টিনএজার ব্যবহারকারী রয়েছেন।

এন গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে টিন অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাবে। ফেইসবুক ও মেসেঞ্জারের টিন অ্যাকাউন্টগুলোও ইনস্টাগ্রামের মতোই কাজ করবে, যেখানে টিনএজাররা অপরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবেন না—এ জন্য তাদের মা-বাবার অনুমতি লাগবে। অভিভাবকরা তাদের সন্তানের স্ক্রিন টাইম এবং বন্ধু তালিকা পর্যবেক্ষণও করতে পারবেন।

ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্টে মেটা আরও একটি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে। ১৬ বছরের নিচে টিনএজারদের লাইভ স্ট্রিম করার জন্যও এখন মা-বাবার অনুমতি নিতে হবে।

তবে, এসব নিরাপত্তা ফিচার কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। মেটা ইতিমধ্যেই ইনস্টাগ্রামসহ তার অন্যান্য অ্যাপের টিনএজারদের ওপর প্রভাব নিয়ে সমালোচনার মুখে রয়েছে, এবং একাধিক রাজ্য তাদের বিরুদ্ধে মামলা করেছে।

আইএ/ ০৯ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য