ক্রিকেট

খেলোয়াড়দের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন পারটেক্সের কোচ

ঢাকা, ০৯ এপ্রিল – চেক বাউন্স ও পারিশ্রমিক বিতর্কের ঘটনায় সবশেষ বিপিএলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। তাই ডিপিএলের দল বদলের সময় পারিশ্রমিক নিয়ে যেন বিতর্ক না হয় সে বিষয়ে নিশ্চয়তা চেয়েছিল মিথুন-সোহানরা। কিন্তু ডিপিএলেও পারিশ্রমিক বকেয়ার গুঞ্জন উঠেছে। এবার পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সেই সঙ্গে খেলোয়াড়রা ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন। এর মধ্যেই পারটেক্সের কোচ আনারুল মোস্তাকিম বিস্ফোরক মন্তব্য করেছেন।

দেশের এক গণমাধ্যমকে পারটেক্স দলের কোচ আনারুল মোস্তাকিম খেলোয়াড়দের নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কয়েকজন খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। তবে এমন অভিযোগ মানতে চান না দলের কর্তা সাজ্জাদ হোসেন।

তিনি বলছিলেন, ‘এটা রাগের মাথায় বলছে হয়তো। এটা ইমম্যাচিউর কথাবার্তা। আমি দেখিনি, তবে এটা আবেগে বলছে হয়তো। এ ধরনের কথা (বলার) প্রশ্নই আসে না।’

পেমেন্ট ইস্যুতে ম্যাচ বয়কট করতে চেয়েছেন পারটেক্সের ক্রিকেটাররা। তবে সাজ্জাদ জানালেন ক্রিকেটাররা খেলবেন, ‘ক্রিকেটাররা কাল খেলবে। পেমেন্ট পাবে, দেবো না বলিনি, অবশ্যই পাবে তারা।’

সবশেষ ম্যাচে সাব্বির রহমান দলের সঙ্গে ছিলেন না। তবে আগামীকাল তিনি খেলবেন বলে নিশ্চিত করলেন সাজ্জাদ, ‘সাব্বির অসুস্থ ছিল, আগের ম্যাচে আমাকে ইমেইল করেছিল। বলেছিল অনুশীলন করেনি, ম্যাচটা খেলবে না। তবে আজকে বলেছে কাল সে খেলবে।

উল্লেখ্য, দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় বিসিবিতে যান খেলোয়াড়েরা। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখও। ক্রিকেটারদের অভিযোগ, চলতি মৌসুমে তুলনামূলক কম পারিশ্রমিকে পারটেক্স স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ হলেও সেটার পুরো অর্থ এখনও বুঝে পাননি তারা।

বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা সামনে আসলো। বিষয়টি নিয়ে বিসিবি এখন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ এপ্রিল ২০২৫

 


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য