৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক
ঢাকা, ১০ এপিল – আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষস্থানে ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত এই নাটকটি প্রচারের পরই ভাইরাল হয়ে যায়, এবং দর্শকদের আগ্রহের ফলে এর ভিউ বেড়েই চলছিল। তবে, অবশেষে ‘বড় ছেলে’র সেই ৮ বছরের রেকর্ড ভেঙে দিল ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বর্তমানে এই নাটকই বাংলা নাটকের শীর্ষ ভিউ অর্জন করেছে।
‘বড় ছেলে’র ভিউ ছিল ৫ কোটি ৪১ লাখ, যেখানে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি ৫ কোটি ৪৩ লাখ ভিউ নিয়ে শীর্ষে পৌঁছেছে। নাটকটি গত বছরের এপ্রিলে প্রচারিত হয় এবং মাত্র এক বছরের মধ্যে এটি ভিউয়ের শীর্ষে চলে আসে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের শিল্পী দলের মধ্যে রয়েছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর এবং সাবেরি আলম। নাটকটির পরিচালক মহিন খান বলেন, “প্রচারের পর থেকেই এটি ট্রেন্ডিংয়ে ছিল, তবে কখনো ভাবিনি এটি শীর্ষ ভিউয়ের নাটক হবে। দর্শকদের এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।”
নাটকের গল্প শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়ে জামাইয়ের এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার উপর ভিত্তি করে, যেখানে শ্বশুর কিপটে এবং ঈদে ফিতরা-জাকাত দেয়ার পক্ষেও নয়। এই সংকট নিয়ে জামাই সোচ্চার হলে, নাটকটি কমেডির মাধ্যমে সমাজের কিছু বার্তা তুলে ধরেছে।
হিমি এই সাফল্য নিয়ে বলেন, “এটি আমাদের পরিশ্রমের ফল। দর্শকরা কাজটিকে পছন্দ করলে তা সার্থক মনে হয়, তবে আমি কখনো তুলনা পছন্দ করি না। আমরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্থানে ছিলাম, এখন শীর্ষে আছি, যা আমাদের জন্য অনুপ্রেরণা।”
এদিকে, ‘বড় ছেলে’ নাটকটির গল্প ছিল একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ এবং ধনী পরিবারের মেয়ে রিয়া’র প্রেমের কাহিনী, যেখানে অপূর্ব ও মেহজাবীন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। নাটকটির ভিউ ছিল ৫ কোটি ৪১ লাখ, এবং এটি দীর্ঘ সময় ধরে শীর্ষে ছিল।
এছাড়াও, জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘ভুলো না আমায়’ বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে, যার ভিউ এখন পর্যন্ত ৪ কোটি ৯৮ লাখ।
আইএ/ ১০ এপিল ২০২৫