পশ্চিমবঙ্গ

এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না

কলকাতা, ১০ এপ্রিল – রাজ্যজুড়ে সর্বত্র নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর-সুতিতে দফায়-দফায় বিক্ষোভ হয়েছে। অশান্তির ঘটনাও ঘটেছে। তবে, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার মেদিনীপুরে এমকেডি-এ রিভিউ বৈঠকে হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে মেদিনীপুর ও খড়গপুরের উন্নয়নের বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়াও যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি যাতে দ্রুত কাটিয়ে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা যায়, সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা করা হয়।

পরে মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর ওয়াকফ আইন নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “ওয়াকফ বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বিধানসভায় রেজুলিউশন নেওয়া হয়েছিল। সেই রেজুলিউশন পাঠানো হয়। তারপরও সেই ওয়াকফ বিল পাস হয়, যেটা অন্যায়। কারণ, সংবিধানে লেখা আছে সংখ্যালঘুদের সম্পত্তি তাদের হাতেই থাকবে। তাই এটা অন্যায় এবং অসাংবিধানিক। কিন্তু বিজেপি এটা করেছে হিন্দু ভোট ও মুসলমান ভোটের জন্য। এটা বিরোধিতা আমরা করব। কিন্তু বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ফলে সংখ্যালঘুরা দুঃখিত হবেন এমন কাজ মুখ্যমন্ত্রী করবেন না। তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এই আইন কার্যকর হওয়ার প্রশ্ন ওঠে না।”

সূত্র: টিভি নাইন
এনএন/ ১০ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য