পশ্চিমবঙ্গ

পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন কি? ১৭ এপ্রিল জানাবে আদালত

কলকাতা, ১১ এপিল – ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে শোরগোল রাজ্য রাজনীতি। পথে নেমেছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে শুক্রবার বিশেষ সিবিআই আদালত রায় জানাতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে এদিন বিচারক আদালতে না আসায় সেই রায় হল না। আগামী ১৭ এপ্রিল পার্থর জামিনের আবেদনের রায় ঘোষণা হতে পারে।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হন পার্থ। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। সিবিআইয়ের প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানান পার্থ। দীর্ঘ শুনানি চলে। সেই শুনানিতে সিবিআই দাবি করেছিল, প্রাথমিকের ওএমআর নষ্ট করা হয়েছিল পার্থের নির্দেশ। গত ৩ এপ্রিল জামিন মামলার শুনানি শেষ হয়।

এদিন বিশেষ সিবিআই আদালত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের আবেদনের রায় দিতে পারেন বলে জানা গিয়েছিল। তবে বিচারক আদালতে উপস্থিত না থাকায় জামিনের আবেদন রায় ঝুলে রইল।

তবে আইনজীবীরা বলছেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি সম্ভব নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কারণ, তাঁর বিরুদ্ধে একাধিক নিয়োগ দুর্নীতির মামলার অভিযোগ রয়েছে। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন পার্থ। সেই শুনানি না হওয়া পর্যন্ত জেলমুক্তি সম্ভব নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

সূত্র: টিভি নাইন
আইএ/ ১১ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য