জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১২

ঢাকা, ১৩ এপ্রিল – রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, শনিবার (১২ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- আমিরুল ইসলাম (২৮), সেলিম (৩০), নাছির (১৯), শহিদুল ইসলাম (৩৫), মজিবুর রহমান (৫৫), জুয়েল (৪৩), জাকির হোসেন সুমন (৩৫), রাজা (৩৮), কামাল(৩২), মিম (২০), সুমন (২৪) ও তানজিম (২৩)।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে পাঁচজন, মাদক মামলায় একজন, চুরির মামলায় একজন, দস্যুতার মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন এবং ডিএমপির অন্যান্য মামলায় দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য