পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুর, লুটপাট

কলকাতা, ১৩ এপিল – অশান্ত মুর্শিদাবাদ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে জ্বলছে ঘরবাড়ি থেকে সরকারি সম্পত্তি। আক্রান্ত সাধারণ মানুষ। এবার তাণ্ডবকারীদের হাত থেকে রেহাই পেলেন না ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামও।তাঁর বাড়ি ভাঙচুর, লুটপাট করা হয়। ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা হয় বলেও অভিযোগ। ভীত-সন্ত্রস্ত তৃণমূল বিধায়ক থানায় ছুটে আসেন।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে মনিরুল ইসলামের বাড়ি। শনিবার রাতে তাঁর বাড়িতে হামলা করা হয়। চলে ভাঙচুর। এমনকী বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। সেই সময় বাড়িতেই ছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক। প্রাণ ভয়ে তিনি থানায় ছুটে যান। পরে হামলার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান সাংসদ খলিলুর রহমান।

হামলার বর্ণনা দিয়ে মনিরুল ইসলাম বলেন, “বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়ে পরিবারের লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে। যা হবার হোক আমি একাই বাড়িতে থাকব।”

এলাকার পরিস্থিতি নিয়ে তিনি ক্ষোভ উগরে বলেন, “আমরা নিরাপত্তা চাইছি। আমরা জনপ্রতিনিধিরা যেখানে নিরাপদ নই, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবে? আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এভাবে চলতে পারে?”

পুলিশের উপরে ক্ষোভ উগরে বলেন, “দুষ্কৃতীরা আমার বাড়ির সামনে ভাঙচুর করল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করল, যেখানে আমার বাড়ি থানা থেকে ১০০ মিটার দূরে। এই দুষ্কৃতীরা ধন-সম্পদ লুট করার চেষ্টা করছে। নিশ্চয়ই কোনও ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে পুলিশের দিক থেকে। আমার উপরে বারবার হামলা হয়েছে। নিরাপত্তা একদম নেই। পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ, তা স্বীকার করতে আমি পিছুপা হব না। ছোট ছোট ছেলেরা হামলা করেছে আমার বাড়ির উপরে।”

সূত্র: টিভি নাইন
আইএ/ ১৩ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য