কুমিল্লা

চলন্ত মাইক্রোবাসে আগুন, চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা

কুমিল্লা, ১৩ এপ্রিল – ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাইক্রোবাসটিতে পাঁচজন যাত্রী থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মহাসড়কে চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লাগে। এ সময় চালক সজিব দ্রুত রাস্তার পাশে গাড়িটিকে থামালে যাত্রীরা নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে যায়। চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মাইক্রোবাসে থাকা যাত্রীরা। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

গাড়িটির চালক মো. সজিব সাংবাদিকদের বলেন, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাঁচজন যাত্রীসহ চান্দিনার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। মহাসড়ক হয়ে নিমসার বাজার এলাকায় এলে ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে প্রথমে আগুন দেখতে পান তিনি। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বললে সবাই তাড়াহুড়ো করে নেমে প্রাণে রক্ষা পান।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, আগুনে গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে, গাড়িটির কোনো কিছুই অবশিষ্ট নেই। গাড়ির মালিক ঘটনাস্থলে আসলে তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য