মেহেরপুর
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোতা গ্রেফতার
মেহেরপুর, ১৪ এপ্রিল – মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) রাতে কেদারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
রফিকুল ইসলাম তোতা গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ এপ্রিল ২০২৫