আফগান নারী ক্রিকেটারদের জন্য আইসিসির বিশেষ টাস্কফোর্স
ইসলামাবাদ, ১৪ এপ্রিল – বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান ক্রিকেট নিয়ে আইসিসির কাছে নানাভাবে নালিশ জানিয়ে এসেছিল বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও তাদের বিরুদ্ধে না খেলার আহ্বান জানানো হয়েছিল। এর মূল কারণ, আফগানিস্তানে নারী ক্রিকেট দলের খেলার সুযোগ করে না দেওয়া।
তালিবান শাসনে আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধ। সে দেশের নারী খেলোয়াড়দের অনেকেই দেশ ছেড়েছেন। ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারা। আফগানিস্তানের সেই সব নারী ক্রিকেটারের পাশে দাঁড়াল আইসিসি।
আইসিসি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের দেশে ফেরাতে হয়তো পারবে না। তবে তাদের মাঠে ফেরাতে উদ্যোগী। দেশছাড়া আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণ, সব রকম সাহায্য করা হবে তাদের।
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসাবে থাকছে। একটি তহবিল গড়ে তোলা হবে আফগান নারী ক্রিকেটারদের জন্য। সেই তহবিল থেকে ক্রিকেটারদের আর্থিক সাহায্যও করা হবে। এ ছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘যে কোনও পরিস্থিতিতে থাকা ক্রিকেটাররা যাতে নিজেদের প্রমাণ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে সহযোগী দেশগুলির সঙ্গে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘরছাড়া আফগান ক্রিকেটাররা যাতে খেলা চালিয়ে যেতে পারেন, সে জন্য বিশেষ তহবিল তৈরি করা হবে।’
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ এপ্রিল ২০২৫