ঢালিউড

মেগাস্টার কে? ফালতু কথা আমার সামনে বলবেন না

ঢাকা, ১৫ এপিল – ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করায় ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কটাক্ষ করে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। ঢালিউড সিনেমা ও সমাজ নিয়ে হতাশ তিনি।

সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে পরিচালক-প্রযোজক-অভিনেতা ইকবাল বলেন, ‘দেশের সিনেমাজগতে যখন সে (শাকিব) একজন সুপারস্টার, তিনিই সব তখন তার ভেবেচিন্তে কাজ করা উচিত। ‘বরবাদ’ সিনেমা থেকে দর্শক কী মেসেজ পাচ্ছে এটা তার ভাবা উচিত ছিল।’

একটু ক্ষোভ প্রকাশ করেই তিনি বলেন, ‘সিনেমা দেখে হল থেকে বেরিয়ে দর্শক বলছে, এই জিল্লু মাল দে। সেদিন টিকটকে দেখলাম, একটি মেয়ে মদের বোতল দাঁত দিয়ে খুলে একই ডায়ালগ দিচ্ছে। তাহলে আপনি বলেন, এ সিনেমার মাধ্যমে সমাজ, জাতি কী শিখছে, কোথায় যাচ্ছে?’

এরপর একজন অভিনেতা হিসেবে ইকবাল বলেন, ‘আমি শাকিবের জায়গায় থাকলে কখনও এ সিনেমায় অভিনয় করতাম না। এমন জায়গায় থেকে দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে হয়। এ সিনেমা দেখার পর সমাজের প্রতিটি সচেতন মানুষ ও সুশীল সমাজের একই বোধদয় হবে।’

ইকবাল বলেন, ‘সিনেমার পার্থক্য যদি এখন বলে দেই তাহলে দর্শক কেন হলে যাবে কয়েকটা দিন পরে বলি।’ এরপর শাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেগাস্টার কে? এসব ফালতু কথা আমার সামনে বলবেন না।’

তার কথায়, ‘১০ টা হল থাকে নাকি ২০ টা হল ঈদের সময় একহাজার হল খুলে এসে কেউ বলতে পারবে না এই বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টার।’

‘অনেকে অনেক কিছু মনে করে যে সত্য কথাটা বলতে চাইলেও পারে না আমি যেটা সাহস করে সত্য কথা বলছি।’

ইকবালের ভাষ্য, ‘একটা বিবেক নিয়ে আমি কথা বলছি যে বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থানে থাকতো তাহলে সিনেমা হল বাড়তো, দিন দিনে কমে কেন। আমি কেন এফডিসির কোন মানুষই বলবে না যে শাকিব খান মেগাস্টার, যার জায়গা সেতো চাইবে তার পাবলিসিটি তার স্টান্টবাজি করতে এখন পাবলিক যেটাকে গ্রহণ করে নিয়েছে।’

সেন্সর বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে এ পরিচালক বলেন, ‘আমি বুঝলাম না যে সিনেমায় প্রকাশ্যে কোকেন টানা দেখানো হয়, মানুষকে কোপানো দেখানো হয়, পুলিশদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলা দেখানো হয়, যেভাবে ধর্ষণ-অশ্লীলতা দেখানো হয় সে সিনেমা সেন্সর পায় কীভাবে? এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পর যুব সমাজে কী প্রভাব পড়বে, জাতি কী শিখছে তা একদমই ভাবা হয়নি বলে মনে হয়।’

সবশেষে এ পরিচালক বলেন, ‘অতীতে আমাদের সিনেমায় যে নায়ক ছিলেন- রাজ্জাক, বুলবুল, আলমগীর, ফারুক, সোহেল রানা, কাঞ্চন ভাইয়ের মতো নায়করা তাদের অভিনয় এবং সিনেমা দিয়ে আমাদের যা শিখিয়েছে আর এখন আমাদের সিনেমার নায়করা কী শেখাচ্ছে, তা ভাবার সময় এসেছে। সুন্দর দেশ, জাতি গঠনে সিনেমার গল্প সমাজকে কী শেখাচ্ছে তা ভাবলে বর্তমান পরিস্থিতি আসলেই হতাশাজনক।’

প্রসঙ্গত, অনন্ত-বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ ছবিটি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে মোহাম্মদ ইকবালের। পরিচালক হিসেবে প্রথম সিনেমা ‘কিল হিম’ মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

আইএ/ ১৫ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য