ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে

ঢাকা, ১৫ এপিল – বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে দলের খেলোয়াড়রা।টাইগারদের বিপক্ষে এই সিরিজের জন্য অভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন ছাড়াও দলে আছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানিদের মতো অভিজ্ঞ খেলোয়াড়।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এদিকে সিরিজকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ দলের পুরো সদস্যরা অনুশীলন শুরু করে দিয়েছেন। এ ছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ এই ক্যাম্পে কোচিং প্যানেলের সবাই উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৫ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য