ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে ভারত, চূড়ান্ত সূচি ঘোষণা বিসিবির

ঢাকা, ১৫ এপিল – চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল। বাংলাদেশ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ওই সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ এবং ২০ আগস্ট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। ২৩ আগস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে ম্যাচ।

এরপর সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে ভারতীয় দল।

দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এই দুই দলের লড়াইও উপভোগ করেছে ক্রীড়ামোদিরা। আসন্ন সিরিজেও এই দুই দলের লড়াই উপভোগ করবেন তারা।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১৫ এপিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য