নেত্রকোনা

নেত্রকোণায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

নেত্রকোণা, ১৫ এপ্রিল – নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন—উপজেলার রসুলপুর গ্রামের সম্বর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪৩) ও হায়াতপুর গ্রামের মৃত রসিদ সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। এ ছাড়া রনু মিয়া নামের আরও একজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন বিকেলে সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তার সঙ্গে থাকা একই গ্রামের রানু মিয়া নামের একজন গুরুতর আহত হন।

অপরদিকে কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন বিকেলে গরু নিয়ে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জের ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়া উপজেলার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে রাখাল সরকার হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য