জাতীয়

তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা দুটি জলযানের নাম পরিবর্তন

ঢাকা, ১৬ এপ্রিল – বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি জলযানের নাম পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিআইডব্লিউটিসি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিআইডব্লিউটিসির মালিকানাধীন ‘এমভি তাজউদ্দিন আহমদ’ জলযানের রেজিস্ট্রেশন নম্বর সি-২০৮০। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ‘এমভি তাজউদ্দিন আহমদ’ এর পরিবর্তে ‘এমভি টেকনাফ’ এবং ‘এমডি আইভি রহমান’ এর পরিবর্তে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে।

জলযান দুইটির নাম পরিবর্তনের ফলে কোন মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ৫ দিনের মধ্যে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পি কুমার অধিকারী এবং চট্টগ্রামের নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের বরাবর লিখিত আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য