জাতীয়
কার্যক্রম গতিশীল করতে ঢাকা উত্তর সিটির উপদেষ্টা কমিটি গঠন
ঢাকা, ১৬ এপ্রিল – ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রমে গতিশীলতা আনতে কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি। বুধবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন।
তিনি বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৪ সদস্য বিশিষ্ট ডিএনসিসির লোকাল এক্সপার্ট অ্যাডভাইজরি কমিটি এবং ১৭ সদস্য বিশিষ্ট ডায়াসপার এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। এটি সম্পূর্ণ অবৈতনিক কমিটি।
ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ এপ্রিল ২০২৫