জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে

ঢাকা, ১৬ এপ্রিল – জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তবে অন্য আসামিদের মামলার তদন্ত কিছুটা ধীরগতিতে চলছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ট্রাইব্যুনালে ব্যক্তিকেন্দ্রিক মামলা।

এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং অপরাধ সংগঠনে তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে, যা আইনের ভাষায় ‘সুপেরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ হিসেবে পরিচিত।

তিনি বলেন, পাশাপাশি জুলাই-আগস্টের ঘটনার বিভিন্ন স্থানের ওপর ভিত্তি করে কিছু মামলার তদন্ত চলছে। এর মধ্যে আশুলিয়া, রামপুরা এবং চাঁনখারপুলসহ বেশ কয়েকটি স্থানের মামলা উল্লেখযোগ্য।

প্রসিকিউটর তামিম বলেন, সুপেরিয়র রেসপনসিবিলিটির মামলায় যারা গ্রেফতার বা পলাতক, তাদের অনেকেই এরই মধ্যে ঘটনাস্থলকেন্দ্রিক মামলাগুলোর অন্তর্ভুক্ত হচ্ছেন।

যেসব মামলায় নৃশংসতা বেশি, সেগুলোতে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এ কারণে অন্যান্য মামলার তদন্ত কিছুটা ধীরগতিতে চলছে। তবে এর মানে এই নয় যে, মামলাগুলো থেমে আছে। প্রতিটি মামলার জন্য আলাদা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তারা পৃথকভাবে তদন্ত পরিচালনা করছেন।

শেখ হাসিনার মামলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, শেখ হাসিনা সব অপরাধের কেন্দ্রবিন্দু। তার নির্দেশেই সব অপরাধ সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হলে সহযোগীদের বিরুদ্ধে তদন্ত অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ কারণে শেখ হাসিনার মামলা শেষ করে বাকিগুলো এর সঙ্গে সংযুক্ত করা হবে, যা তদন্ত প্রক্রিয়াকে সহজ করবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শুনানির বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, ট্রাইব্যুনালে আজ কয়েকটি মামলার তারিখ ছিল। জুলাই আগস্টের গণহত্যা মহাখালীতে যে পাঁচজন শহীদ আছে সে ঘটনার নির্ধারিত তারিখ ছিল আজ। এ মামলায় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তিন মাসের একটি সময়ের আবেদন করা হয়েছিল। সময়টি মঞ্জুর হয়ে আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য