জাতীয়

পরিবেশ রক্ষায় সাত দফা দাবি জানালো গ্রিন ভয়েস

ঢাকা, ১৭ এপ্রিল – জীবাশ্ম জ্বালানি নির্ভর ও পুরোনো যানবাহনের ব্যবহার বন্ধ করতে হবে এবং কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে যানবাহনের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ মোট সাত দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রিন ভয়েসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবিগুলো জানানো হয়েছে।

মানববন্ধন থেকে দাবিগুলো তুলে ধরেছেন গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মুনসাফা তৃপ্তি। তাদের দাবিগুলো হলো- জীবাশ্ম জ্বালা নিনির্ভর ও পুরোনো যানবাহনের ব্যবহার বন্ধ করতে হবে এবং কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে; দুই-স্ট্রোক ইঞ্জিনচালিত যানবাহন সারাদেশে নিষিদ্ধ করতে হবে; সব অবৈধ ইটভাটা বন্ধ করাসহ নদীপাড়ের ইটভাটা ভেঙে ফেলতে হবে এবং কাঠ বা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে; মাটির ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের মতো পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে এবং সরকারি প্রকল্পে তা বাধ্যতামূলক করতে হবে; নির্মাণকাজের সময় বায়ু ও শব্দ দূষণ কমাতে ঘের দেওয়া, ঢাকনা ব্যবহার এবং ধুলা নিয়ন্ত্রণে কঠোর নিয়ম মানতে হবে; ঢাকাসহ সব বড় শহরে বায়ুর মান পরিমাপের ব্যবস্থা বাড়াতে হবে এবং আগাম দূষণের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করাসহ শুষ্ক মৌসুমে নিয়মিতভাবে রাস্তা ভেজাতে হবে এবং এজন্য সিটি কর্পোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয় নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থপতি ইকবাল হাবিব, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শিল্পী এবং শিক্ষক আবু সেলিম, গ্রিন ভয়েসের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক শফিক রেজা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজধানীর তেজগাঁও কলেজসহ প্রায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য