আইন-আদালত

হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৪৮টি বেঞ্চ পুনর্গঠন

ঢাকা, ১৭ এপ্রিল – বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পুনর্গঠিত ৪৮টি বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ, আর ১৮টি একক বেঞ্চ রয়েছে।

প্রধান বিচারপতির আদেশে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিচার কাজ পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চগুলো পুনর্গঠন করা হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ এপ্রিল ২০২৫


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য